Md Nure Alam(Message of Headmaster )
আস্সালামু আলাইকুম
পরম করুণাময় আল্লাহর নামে
শিক্ষাই জাতির মেরুদণ্ড; আর যথাযথ শিক্ষা মানুষকে করে তুলে নম্র ও ভদ্র। “দি হলি চাইল্ড আইডিয়াল স্কুল” সে লক্ষ্যে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আশা করি, এ প্রতিষ্ঠানের ব্যতিক্রমধর্মী কর্মতৎপরতার মাধ্যমে আমরা এ দেশ ও জাতিকে দেশপ্রেমিক, নীতিবান, প্রতিশ্রুতিশীল, পারস্পরিক সহানুভূতিশীল সুনাগরিক উপহার দিতে পারবো। প্রত্যেক পিতা-মাতারই প্রত্যাশা থাকে যে, তার সন্তান সুশিক্ষা অর্জ ন করে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। আমাদের এ প্রয়াস আপনাদের সে প্রত্যাশার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- এ প্রতিশ্রুতি দিতে পারি। আপনার সন্তান আমাদেরকে দিন, আমরা যোগ্য, দক্ষ ও যুগোপযুগী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি।
ধন্যবাদ
মোঃ নূরে আলম
প্রধান শিক্ষক
দি হলি চাইল্ড আইডিয়াল স্কুল